স্টাফ রিপোর্টার :-
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ল্যারী ওয়ার্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
গত কাল বৃহস্পতিবার সকাল ০৯ ঘটিকায় ল্যারী ওয়ার্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ইং এর ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ১ টা পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেন তৃতীয় শ্রেণি থেকে ৬ জন, চতুর্থ শ্রেণি থেকে ৪ জন, পঞ্চম শ্রেণি থেকে ২ জন, সহ মোট ১২ জন ও ভোটার সংখ্যা ছিল ১২৩ জন, যার মধ্যে ১১৪ টি ভোট কাস্ট হয় এবং দুপুর ১ ঘটিকা থেকে ভোট গণনা শুরু হয় ।
গণনা শেষে বেলা ২ ঘটিকার সময় অত্র স্কুলের সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন , এতে প্রাথমিকভাবে পঞ্চম শ্রেণীর জিহাদ ও আলভী, চতুর্থ শ্রেণি থেকে জুনায়েদ, সিয়াম ও ওমর ফারুক , তৃতীয় শ্রেণি থেকে আয়েশা আক্তার শেফা ও জাহিদ হাসান সহ মোট সাতজন কে বিজয়ী ঘোষণা করা হয়।