এন এম সুজন:- ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহীম,. ইয়া রাহমাতল্লিল আলামিন, ও আমিন আমিন ধ্বনিতে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আজ শেষ হবে কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরছশরীফ ও বিশ্বজাকের ইজতেমা।
প্রতিবছরের ন্যায় এবার ও ১৬,১৭,১৮ ও ১৯ ফেব্রুয়ারী মানবতার মুক্তির আশায় এই ওরছশরীফ ও বিশ্বজাকের ইজতেমা আয়োজন করা হয়।
এসময় পীরেকেবলা হযরত মাওলানা শাহ্ সুফি জাকির শাহ্ নকশবন্দী খাজাবাবা কুতুববাগী আজ ১৯ ফেব্রুয়ারী ৬ ফাল্গুন কুতুববাগ দরবার শরীফের বন্দর , নারায়ণগঞ্জ ময়দানে লাখো ভক্তবৃন্দ দের সাথেনিয়ে আখেরী মোনাযাত পরিচালনা করবেন।
এই আখেরী মোনাযতে দেশবাসী সহ সকলকে দলে দলে অংসগ্রহনের আহব্বান করেন কুতুববাগ দরবার শরীফের পীরেকেবলা খাজাবাবা কুতুববাগী।