স্টাফ রিপোর্টারঃ- নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ধামগড় ইউনিয়নে ইভটিজিং এ বাধা দেওয়ায় কলেজছাত্রকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে কয়েকজন যুবক।
২৩ অক্টোবর শনিবার কড়ইয়াবাড়ী এলাকায় মোঃ রাফি ( ১৯ ) সোনারগাঁ সরকারী কলেজের ২ য় বর্ষের ছাত্র । দুপুর অনুমান ১ টায় মোঃ রাফি কলেজ শেষে বাড়ী আসার পথে বন্দর থানাধীন আমের সাকিনস্থ জনৈক আলম এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর পৌঁছা মাত্রই পূর্ব ইভটিজিং করায় বাদা দেওয়ায় সেই বিরোধের জের ধরিয়া আসামী হোসাম ( ১৮ ) , পিতা- মোঃ কামাল, অনিক ( ২০ ) , পিতা – মহি উদ্দিন, হৃদয় ( ২১ ) , পিতা- অজ্ঞাত, মোঃ ফয়সাল ( ২০ ) , পিতা- মোঃ কামাল, মোঃ রবিউল ( ১৮ ) , পিতা – অজ্ঞাত , আবীর ( ১৮ ) , পিতা অজ্ঞাত , সর্ব সাং – বটতলা , মিলে রাস্তায় একা পেয়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে বাম পাশে বারি মারিয়া গুরুতর জখম করে রক্তাক্ত আহত করে, পরে স্থানিয় কয়েজন রাফিকে উদ্ধার করিয়া বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসার ব্যবস্থা করে।
এ সময় রক্তাক্ত অবস্থায় রাফির মা রাহিমা বেগম ( ৩৯ ) বন্দর থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষ অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র শাহা বলেন, অভিযোগ পেয়ে থানা থেকে সাবইন্সপেক্টর হাবিব কে তদন্তের জন্য পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আমরা এর ব্যবস্থা নেবো।