এন এম সুজনঃ- নারায়ণগঞ্জ বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সদর থানায় বদলি নতুন ইনচার্জ কাজী মাসুদ রানা।
১১ ই আগস্ট বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিস থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশে দেওয়া হয়ে বলে জানাযায়।
১৬ আগস্ট সোমবার কামতাল তদন্ত কেন্দের ইনচার্জ মোঃ সুজ হক কে জেলার সদর থানায় ওসি অপারেশন করে ও সদর থানার ওসি অপারেশন মোঃ কাজী মাসুদ রানা কে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেব বদলি করা হয়েছে।
দুজনই বদলির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান গত ১১ ই আগস্ট বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিস থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
মোঃ সুজন হক নরসিংদী জেলার সন্তান এদিকে মোঃ কজী মাসুদ রানা শরিয়তপুর জেলার সন্তান এবং দুজনই ২০১০ ব্যাচের সদস্য।